এই নগরে


এই নগরে

তোমদেরই এই নগরে,
রুদ্ধ বেশে,রুক্ষ কেশে,
ফিরছি আমি শ্রান্ত হয়ে।
পরাজয়ের ওই গন্ধ শুকে,
সূক্ষ চোখে আমায় দেখে,
দিচ্ছ ফিরায় দুয়ার হতে।


চোখের কোণায় অশ্রু বেধে
আর পেট ভরা ওই ক্ষুধা নিয়ে
যাচ্ছি হেটে নিরুদ্দেশে।


কিছু আবার আমায় দেখে
বিবর্ণ ওই মুখটি চেয়ে,
হাটতে দেখে অমন করে,
করল গ্রহণ আপন করে।
বললো আমায় প্রত্যয় সুরে,
যা হয়েছে যাও তা ভুলে।
মরণ নেশা কি মাথায় ঘুরে?
ভাবছো তুমি আত্মসম্মান তোমার থাকবে বেচে?
তোমার চেতনার ওই রূপসাগরে,
কভু দিও নাক ডুব চুপটি করে।
নতুন সাজে আর মনোবলে,
নামবে তুমি আবার রণে।
প্রার্থনা করি বিধাতার তরে,
হোক সে সহায় তোমরা উপরে।
রইল আশা আবার আসবে ফিরে
আমাদের এই নগরে।
কিন্তু সেবার ,
জয়ের মুকুট মাথায় পরে।

Post a Comment

0 Comments