জীবন

জীবন


জীবন যখন থমকে দাঁড়ায়,

কেউবা তখন হার মেনে যায়।

হার না মানা পথিক গুলো,

স্রোতকে ঠেলে সাঁতরে বেড়ায়।


থমকে যাওয়া জীবন থেকে,

নতুন করে কেউবা ভাবতে শেখে;

নতুন করে ভাঙায় গড়ায়,

কারোবা আবার তাল মিলে যায়


স্রোত কে ঠেলে বিপরীতে

উঠবে কূলে এই পণে।

যখন চলে স্রোতকে ঠেলে,

দূর হতে দাঁড়ায় কিছু চক্ষু মেলে,

যাবে ডুবে এই ভেবে,

ক্ষীণ হাসি তাদের মুখের ভাজে।

কিছু আবার মনে প্রাণে,

শুভকামনা তাদের হৃদমাঝারে।

অনুকূল আর প্রতিকূলে,

থাকে সদা তারাই পাশে।

পৌঁছবে সে ঠিকই তীরে,

খোদা যদি সহায় থাকে।

আকুল মনে এই বিশ্বাসে,

সাহস তাকে যোগান দিবে।

ক্লান্ত হয়ে,শ্রান্ত দেহে,

পথিক যখন পৌছে তীরে,

নিন্দুকেরা তখন ঘাড়টি মুড়ে,

তাকিয়ে রয় ফ্যালফ্যালিয়ে।

সানন্দে আর সমাদরে,

শুভাকাঙ্খী যখন বরণ করে,.

হঠাৎ তথায় নতুন সুরে,

বিজয় ধ্বনি নিন্দুক গাহে।

---------- মোঃ আশিক খান


Post a Comment

0 Comments